Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাচার থেকে রক্ষা পেল দুই কিশোরী

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

বগুড়ার নন্দীগ্রামের মাদরাসা পড়–য়া দুউ ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ, ধর্ষণ ও পরে পাচারকারিদের কাছে বিক্রি চেষ্টার অভিযোগে মারুফ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার মারুফ নন্দীগ্রামের মাহপুজুর রহমানের পুত্র ।
গতকাল মঙ্গলবার বগুড়া র‌্যাব-১২ ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আর মামুন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় , ঈদুল আজহার পরদিন নন্দীগ্রামের একটি মাদরাসার দুই কিশোরী ছাত্রী বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে একসাথে বের হয়। রাতে তারা বাড়িতে না ফিরলে তাদের অভিভাবকরা নন্দীগ্রাম থানা ও র‌্যাব বগুড়া ক্যাম্পে লিখিতভাবে ঘটনাটি জানান। এই সূত্রে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম শুরু হয়। গত সোমবার রাতে নিশ্চিত হয়ে বগুড়া শহরের খান্দারের একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা ।
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এই অপহরণ চক্রের কয়েকজন পালিয়ে যায়। তবে ধরা পড়ে মারুফ উদ্ধার হয় ঐ দুই ছাত্রী। ধরা পড়ার পর মারুফ জানায়, র‌্যাবের অভিযানে তাদের ধর্ষণ পরে তাদের বিক্রি করার পরিকল্পনা ভেস্তে যায়। মারুফ আরো জানায়, লকডাউন না থাকলে আরো আগেই কিশোরী দুজনকে চট্টগ্রামের নারী পাচারকারি চক্রের হাতে তুলে দেওয়া হত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ