রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ হতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে চলছে উত্তেজনা। ওই এলাকায় বালু ও মাদক ব্যবসায়ী সোহেলের সব সময় বাহিনী নিয়ে মহড়া দিয়ে আসছে। ফলে উত্তেজনা দেখা দিয়েছে। উৎরাপুর এলাকায় অনেক সাধারণ মানুষ সন্ত্রাসীদের ভয়ে ঘরে ঘুমাতে পারছে না। সরেজমিনে দেখা গেছে ব্রাহ্মন্দী ইউনিয়নের উৎরাপুর, ফরিদা বাজার, ইদবারদী, প্রভাকরদী, বালিয়াপাড়া, মনোহরদী, উৎরাপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ হতে একদল প্রভাবশালী মহলের সহযোগিতায় ওই গ্রামের রফিকুল ইসলাম, সায়েম, ইলিয়াস, মাদক ব্যবসায়ী সোহেলসহ একটি সংঘবদ্ধচক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই নদী থেকে বালু উত্তলন করে আসছে। রফিকুল ইসলাম বিভিন্ন মানুষের না ভাঙিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন।
ফলে ভাঙনের মুখে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী গ্রামগুলো। প্রতিটি নদীতে এলাকায় ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত গভীর করা হচ্ছে। বালু সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় ওই এলাকার বাসিন্দারা মুখ খুলতে সাহস পাচ্ছে না। সরেজমিনে দেখা গেছে বালু, মাদক ও ডাকাতির মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি সোহেল সন্ত্রাসী বাহিনী নিয়ে এই গ্রামের মানুষের ওপর অত্যাচার করে আসছে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, সোহেলকে গ্রেফতার অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।