রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সহ-সভাপতি, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ও মুখপাত্র এবং জামেয়া সিরাজুল উলুম ইব্রাহিমীয়া রতনপুর মাদরাসার পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মো. মিজানুর রহমানকে গ্রেফতার করেছে ভোলা থানা পুলিশ। গত সোমবার দিনগত রাত ১২.৩০ মিনিটের সময় ভোলা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছেন বলে জানা যায়। মাওলানা মো. মিজানুর রহমানের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে নিঃশর্ত মুক্তি ও দেশের আলেম ওলামাদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, সহ-সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, সহ-সভাপতি আলহাজ মাওলানা মুফতি আহামাদ উল্লাহ, সহসভাপতি আলহাজ মাওলানা মীর মো. বেলায়েত হোসেন, ইসলামী আন্দোলন ভোলা জেলা সহসভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান মোমতাজি, ইসলামী আন্দোলন নেতা ও ঈমান আকিদা ভোলা জেলা সভাপতি মাওলানা বশিরুল হক, ইসলামী আন্দোলন নেতা ও ঈমান আকিদা ভোলা জেলা সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা তাজউদ্দীন ফারুকী, ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক মাওলানা মো. তরিকুল ইসলাম, মাওলানা মো. আখতার হোসেনসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ। ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন ইনকিলাবকে জানান তাকে হেফাজতের মামলায় গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।