বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদী তীরবর্তী এলাকায় বসবাসরত নদী ভাঙন কবলিত অসহায় ও দু:স্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।মঙ্গলবার দুপুরে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকায় বসবাসরত শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অন্তর্গত ৭২ পদাতিক ব্রিগেড এর ৩০ বীর ব্যাটালিয়ন।এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামে দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট তানজিম ফাহিম হিমেল,সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহাবুবুল মুর্শেদ এবং ওয়ারেন্ট অফিসার রেজাউল করিম প্রমুখ।সেনাবাহিনী জেলার সদর উপজেলা, চিলমারী, উলিপুর, নাগেশ্বরী, ভূরঙ্গামারী, ফুলবাড়ী এবং রাজারহাট উপজেলায় করোনাকালীন টহল কার্যক্রম অব্যাহত রাখতে জেলা প্রশাসনকে সহায়তা করার পাশাপাশি খাদ্য সহায়তা প্রদান করে আসছে।এছাড়াও লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী জেলার গুরুত্বপূর্ণ স্থান শাপলা চত্বরসহ বিভিন্ন স্থানসমূহে চেকপোস্ট বসিয়ে ঘর থেকে বের হওয়া মানুষজনকে ও যান চালকদের জবাবদিহিতায় আনছে।তাছাড়াও জেলার সকল উপজেলার কয়েক শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে সেনা বাহিনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।