Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খুলনায় নির্মাণাধীন ছাদ থেকে পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ৪:১০ পিএম

খুলনায় নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে বাবু (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী অভিযোগ, প্রতিরাতে বাড়িটির ছাদে স্থানীয় কয়েক যুবক মাদক সেবন করত। অতিরিক্ত মাদক সেবন করে বাবু ছাদ থেকে পড়ে মারা গেছে। গেল রাতে এ ঘটনা ঘটে। আজ সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সূত্র জানায়, নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট আকাংখা বসতির অভ্যন্তরে নির্মাণাধীন একটি বিল্ডিং এর ছাদ থেকে পড়ে সোমবার দিবাগত রাতে বাবু মারা যায়। ঘটনার পর তার সঙ্গে থাকা অন্য মাদকসেবীরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহত বাবু রেলিগেট সাহেব বাজার এলাকায় বসবাস করে। এলাকায় সে মাদকাসক্ত হিসেবে পরিচিত।
এদিকে, নিহত বাবুর স্বজনদের দাবি, তার সঙ্গে থাকা অন্য মাদকসেবীরা তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে হত্যা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ