Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ৩:৫৭ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমোখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কের হিছাছরা ব্রীজের উপর এদূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ছাগলনাইয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মুছা মোটরর্সের মালিক আবু মুছা পাটোয়ারীর ভাতিজা, বাঁশপাড়া গ্রামের মো: ছলিম উল্যাহ পাটোয়ারীর বড় ছেলে বাহরাইন প্রবাসী মো: সরোয়ার উদ্দিন নিক্সন (২৮) এবং ছাগলনাইয়া বাজারের জনি ষ্টোরের মালিক ও উত্তর পানুয়া গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের বড় ছেলে সহিদুল ইসলাম রনি (৩০)। স্থানীয়রা জানান, মোটরসাইকেল (সুজুকি ১৫০ সিসি ফেনী-ল ট-১১-৭৯০০) যোগে ছাগলনাইয়া হতে চাঁদগাজী বাজার যাওয়ার সময় হিছাছরা ব্রীজের উপর উঠলে বিপরিতদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক (ফেনী-ট ১১০৯১৪) এর মুখোমোখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় দুই যুবক নিহতের ঘটনায় তাদের স্বজনও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ