বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার ঃ গত কয়েকদিন ধরে দেশের একমাত্র বড় পুকুরিয়া কয়লা খনিতে চাইনিজদের অধীনে বাংলাদেশী শ্রমিকরা খনি থেকে বেরিয়ে গেছে। বর্তমানে খনি শ্রমিক শূণ্য। খনির উপরিভাগে কাজ হচ্ছে, ভূ-গর্ভ থেকেু কয়লা উত্তোলনের কার্যক্রম বন্ধ,ু ভূ-গর্ভে মেইনটেনেন্স চলছে। আজ মঙ্গলবার দুপুরে বড় পুকুরিয়া কয়লা খনির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বেশ কয়েকদিন ধরে শ্রমিকরা খনি থেকে বের হয়ে যাচ্ছে এবং আজ মঙ্গলবার পর্যন্ত সর্বমোট ৩৩০ জন শ্রমিক বেরিয়ে গিয়েছে। চাইনিজদের অধীনে বাংলাদেশী কর্মরত শ্রমিক ছিলো ৫৫৮ জন। মাত্র ২৮ জন শ্রমিক অবস্থান করছে খনিতে। এরাও বেরিয়ে যাবে বলে ওই সুত্রটি জানায়। সুত্রটি আরো জানান, চাইনিজ ঠিকাদার প্রতিষ্ঠানের ভূ-গর্ভের ১৩১০ ফেজের কয়লা উত্তোলনের লক্ষমাত্রায় পৌছেছে। খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী কামরুজ্জামান আজ মঙ্গলবার বিকেল ৩ টা ১৭ মিনিটে মুঠোফোনে জানান, কয়লা উত্তোলনের লক্ষমাত্রা পৌছেছে উত্তোলনকারী ঠিকাদার প্রতিষ্ঠান। আগামী ১০ই আগষ্ট শেষ হবে তাদের চুক্তির মেয়াদ। দুই থেকে তিন মাসের মধ্যেই নতুন চুক্তির মেয়াদে শুরু হবে তাদের খনির কার্যক্রম। আউটসোর্সিং তৃতীয় পক্ষের সভাপতি সাইফুল ইসলাম জানান, তৃতীয় পক্ষের কর্মচারীরা বর্তমানে তাদের মোট বেতনের অর্ধেক বেতনে চাকরী করছে। তৃতীয় পক্ষের ২৪৯ জন কর্মচারী রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।