Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন সংখ্যা ৩০ হাজার অতিক্রম করল

২৪ ঘন্টায় মারা গেল আরো ৯জন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ২:৫৫ পিএম

দক্ষিণাঞ্চলের ৬ জেলায় মঙ্গলবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় আরো ৮২২ জন সহ সর্বমোট সংক্রমন সংখ্যা ৩০ হাজার অতিক্রম করল। এসময়ে দক্ষিণাঞ্চলে রেকর্ড সংখ্যক আরো ৯ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে ৪ জন নারী। গত ২৪ ঘন্টায় ২ হাজার ১২৩ জনের নমুনা পরিক্ষায় সনাক্ত ৮২২। দক্ষিণাঞ্চলে এপর্যন্ত সর্বমোট ১ লাখ ৫২ হাজার ৮৩২ জনের নমুনা পরিক্ষায় ৩০ হাজার ৫৭৪ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হল। গড় সনাক্তের হার ২০.৪৭% হলেও গত ২৪ ঘন্টায় তা ছিল প্রায় ৩৮ %। আর চলতি মসের ২৭ দিনেই দক্ষিণাঞ্চলে ৩৬ হাজার ৫৮ জনের নমুনা পরিক্ষায় ১১ হাজার ৯৮৫ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়। যারমধ্যে মৃত্যু হয়েছে ১৩২ জনের। গত ২৭ দিনে বরিশাল মহানগরীতেই ২ হাজার ৯৩৮ আক্রান্ত ও ৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় মহানগরীতে ১১২ জন সহ বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ২৯৩। বরিশাল জেলায় মোট সংক্রমন সংখ্যা ১২ হাজার ৯৭৭ জনের মধ্যে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। আর মহানগরীতে আক্রান্ত ৮ হাজার ৫৮১ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৭৬ জনের। বরিশালে সনাক্তের হার দক্ষিণাঞ্চলের তৃতীয় সর্বাধীক ২৩.৪৮%। মৃত্যুহার ১.১৫%।
গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন ছিল পিরোজপুরে, ১৩৫ জন। এসময়ের জেলাটির কাউখালী,ভান্ডারিয়া,মঠবাড়ীয়া ও নেসারাবাদে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পিরোজপুরে মোট ৪ হাজার ১৪১ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হল ৬৮ জনের। জেলাটিতে সংক্রমন হার ২৫.৩৯%। যা দক্ষিনাঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ।
দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ সংক্রমনের ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় নতুন আরো ৬৯ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এ সময়ে জেলার রাজাপুরের আঙ্গারিয়াতে মৃত্যু হয়েছে আরো একজনের। এনিয়ে জেলাটিতে ৩ হাজার ৭৭৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্তের মধ্যে ৫৪ জনের মৃত্যু হল। জেলাটিতে সংক্রমনের হার ২৭.১১% হলেও সুস্থতার হারও দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ,৪৭.৮৯%।
গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে আরো ১১৭জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এসময়ের সদর উপজেলায় আরো দুজনের মৃত্যুর ফলে মোট সংখ্যাটা দাড়িয়েছে ৭৩-এ। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুহার এখনো পটুয়াখালীতেই, ১.৯৩%। জেলাটিতে মোট সনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৭৮৩ জনে।
দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যুহারের বরগুনাতে গত ২৪ ঘন্টায় আরো ৮৮ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এসময়ে জেলার সদর ও পাথরঘাটাতে ৭৫ বছর বয়স্ক দুই নারী-পুরুষের মৃত্যু হয়েছে। ফলে জেলাটিতে মোট মৃত্যু সংখ্যা দাড়াল ৬৩ জনে। মৃত্যুহার ২.৩৬%। জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৭৪।
আর ভোলোতেও গত ২৪ ঘন্টায় নতুন ১২০ জন সহ মোট সনাক্তের সংখ্যা ৩ হাজার ২২৬ জনে পৌছেছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের। জেলাটিতে গড় সনাক্তের হার ১৬.৭৭% হলেও মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ .৯৩%।
আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ৩২২ জন সহ সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ২৮৬ জন। সুস্থ্যতার হার ৫৯.৮১%। যা একমাসে আগে, গত ২৭ জুন ছিল ৮৭.১২%।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ