Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগতি-কমলনগরে কঠোর বিধিনিষেধেও বাড়ছে জনসমাগম,তৎপর প্রশাসন

রামগতি (লক্ষ্মীপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ২:০৫ পিএম

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলছে। কঠোর লকডাউন ও বিধিনিষেধ উপেক্ষা করে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলার রাস্তাঘাট, দোকানপাটে প্রয়োজনে-অপ্রয়োজনে লোকজনকে রাস্তায় বের হতে দেখা যায়। এদিকে লকডাউনে প্রশাসনের শিথিলতায় জনসমাগম বাড়ছে বলে অভিমত সচেতন মহলের। জনসমাগম ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ-প্রশাসন। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ চলছে। এই বিধিনিষেধ উপেক্ষা করে রাস্তাঘাটে প্রয়োজনে-অপ্রয়োজনে বের হচ্ছে মানুষ। মানুষের ঘোরাঘুরি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন।
দোকানপাট খোলা রেখেছেন ব্যবসায়ীরা। দুই উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চললেও সর্বত্র ঢিলেঢালা ভাব দেখা গেছে। পুলিশ দেখলে দোকানপাট বন্ধ হচ্ছে, আবার একটু পর দোকান খুলে দেওয়া হচ্ছে। বিভিন্ন বাজারগুলোতে যাত্রী নিয়ে অসংখ্য ইজিবাইক ও রিকশা চলাচল করছে। বাজারগুলোতে প্রচুর জনসমাগম দেখা গেছে।
রামগতি ও কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি ),র‌্যাব, পুলিশ দায়িত্ব পালন করছে। আজ মঙ্গলবার সকাল থেকে রামগতি উপজেলার আলেকজান্ডার,জমিদারহাট,কেরামতিয়া,
রামদয়াল বাজার, হাজিগন্জ ও আযাদনগর এবং কমলনগর উপজেলার হাজিরহাট,
করুনানগর,চরলরেন্স,করইতলা ও তোরাবগন্জ বাজার ঘুরে বিভিন্ন মোড়ে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি চলাচল,দোকানপাট খোলা রাখা ও রাস্তাঘাটে মানুষের আনাগোনা বেড়েছে।এছাড়া পাড়া-মহল্লা,অলিগলিতে দোকানপাট খোলা রাখছে, মানুষের আড্ডাও বাড়ছে।উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে জেল জরিমান করছেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ মানাতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রথমে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা মামলা দিচ্ছি, জরিমানা করছি। বিধিনিষেধ বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

 



 

Show all comments
  • মোঃ ইব্রাহীম মোঃ ইব্রাহীম খলিল ২৭ জুলাই, ২০২১, ৩:০৭ পিএম says : 0
    লকডাউন দিয়েছেন। কিন্তু মানুষের খাবারের ব্যবস্তা করা হয়নি।এটা অন্যান্যয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ