রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৈনিক ইনকিলাবে ৮ম পৃষ্টায় গতকাল সোমবার বয়স্ক ভাতার টাকা ইউপি সদস্যের ছেলে অ্যাকাউন্টে শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে। এরই জের ধরে চট্টগ্রামের আনোয়ারায় সেই বৃদ্ধা অরণ্য বালা দের সরকারি বয়স্ক ভাতার টাকা স্থানীয় ইউপি চেয়ারম্যান অসিম কুমার দেব’র মাধ্যমে ফেরত দিলেন ইউপি সদস্য মিনু রাণী দত্ত। গতকাল সোমবার দুপুর ২টায় স্থানীয় লোকজনের সামনে বৃদ্ধা অরণ্য বালার হাতে এ টাকা তুলে দেন চেয়ারম্যান অসিম কুমার দেব। এরআগে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বৃদ্ধাকে নগদ ১০ হাজার টাকা ও খাদ্য সহায়তা প্রদান করেন।
চেয়ারম্যান অসিম কুমার দেব জানান, ইউপি সদস্যের ছেলের অ্যাকাউন্টে বৃদ্ধার টাকা নেয়ার বিষয়টি মহিলা ইউপি সদস্য কোনো দিন আমাকে অবগত করেননি। পত্রিকার মাধ্যমে বিষয়টি জানতে পেরে মহিলা মেম্বারের স্বীকারোক্তিতে প্রশাসনের হস্তক্ষেপে গতকাল সোমবার দুপুরে স্থানীয়দের সামনে ৩০০০ টাকা ভুক্তভোগী বৃদ্ধার হাতে তুলে দেয়। এসময় বৃদ্ধাকে প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের অধীনে একটি ঘর প্রদানেরও আশ্বাস দেন চেয়ারম্যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।