রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীর কলাপাড়ায় সোহাগ ব্যাপারী (২২) নামে এক যুবক হাত খরচের টাকা না পেয়ে বাবার সাথে রাগ করে আত্মহত্যা করেছে। গত রোববার রাতে সে মৎস্য বন্দর আলীপুর বাজারের নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। নিহত সোহাগ আলীপুরের আনোয়ার ব্যাপারীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে বাবার কাছে হাত খরচের টাকা চায় সোহাগ। টাকা না পেয়ে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়। রাত ১২টায় বাসায় না আসায় খোঁজ করতে বের হয় পরিবারের সদস্যরা। পরে পাশে থাকা ভাড়াটিয়া বাসায় গিয়ে ফ্যানের সাথে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। প্রতিবেশী সাইফুল ইসলাম পান্না মোল্লা বলেন, সোহাগ আগেও দুইবার বিষপান করে এবং একবার গলায় ফাঁস দিয়ে আহত্মত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। আরেক প্রতিবেশী স্বপন শিকদার বলেন, সোহাগের মানসিক অবস্থা ভালো ছিল না। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।