রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নওগাঁ সদর হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার, ১০টি ফ্লো-মিটার ও ৩টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা প্রদান করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। করোনাভাইরাস প্রতিরোধে সরকারের গৃহিত কর্মকান্ডকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এফবিসিসিআই’র পক্ষ সভাপতি জসিম উদ্দিনের নির্দেশনায় ও পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতায় দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে করোনা ভাইরাস রোগীদের চিকিৎসা ব্যবস্থাকে সহজলভ্য করার লক্ষ্যে এফবিসিসিআই-এর পক্ষ থেকে এই সব উপকরণ বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত রোববার দুপুরে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গনে সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. এবিএম আবু হানিফের কাছে এই উপকরণগুলো হস্তান্তর করা হয়। উপকরনগুলো হস্তান্তর করেন এফবিসিসিআই-এর পরিচালক ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহ্রিয়ার রাসেল। নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, পরিচালক এমএ খালেক, নওগাঁ চেম্বার ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা এবং গনমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন। এফবিসিসিআই’র পরিচালক ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহ্রিয়ার রাসেল বলেন, এই মহামারি মোকাবেলা করতে সরকারের পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে আসছে এফবিসিসিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।