Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেবিদ্বারে ‘ফ্রি অক্সিজেন সার্ভিস’ উদ্বোধন

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ১২:০২ এএম

বৈশি^ক মহামারী করোনাকালে পজেটিভ রোগিদের শ্বাসকষ্ট লাঘবে সাবেক মন্ত্রী ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফার নিজস্ব অর্থায়নে দেবিদ্বারবাসীর জন্য ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ উদ্বোধন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ফ্রী অক্সিজেন সার্ভিসের উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন আ.লীগ নেতা লুৎফর রহমান বাবুল।
সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মা-মনি হাসপাতালের চেয়ারম্যান তাজুল ইসলাম, কোভিড-১৯ পাশে আছি টিমের সমন্বয়ক কাউছার হায়দার, জেলা কৃষক লীগ নেতা সুজিত পোদ্দার, আ.লীগ নেতা মুকুল ভ‚ঁইয়া।
বক্তারা জনহিতৈশী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনাকালে আমাদের পাশে ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ দিয়েছেন সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা। তাকে দেবিদ্বারবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
উদ্বোধনী অনুষ্ঠানে মুঠোফোনে এ কার্যক্রমের উদ্যোক্তা এবিএম গোলাম মোস্তফা বলেন, প্রাথমিক পর্যায়ে দেবিদ্বারবাসী করোনা মহামারীকালে অক্সিজেন সংকট নিরসনে ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ শুরু করলাম। ভবিষ্যতে পরিধি আরো বাড়ানো হবে। আমি আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ।
সাংবাদিক সাহিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ি আলমগীর সরকার, সুনীল চন্দ্র দাশ, সুলতান আহমেদ, সাংবাদিক ফজলুল আমিন খান রাসেল, শফিউল আলম রাজীব, আহাম্মেদ হোসাইন ও সোহেল রানা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ