Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

উলিপুরে ঝগড়া থামাতে এসে বৃদ্ধা নিহত

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ৭:২৪ পিএম

কুড়িগ্রামের উলিপুরে জমি থেকে সরকারি রাস্তায় গর্ত ভরাটকে কেন্দ্র করে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত মহিলার নাম জরিনা বেগম (৬৫) এবং তিনি ধামশ্রেনী ইউনিয়নের বিষ্ণুবল্লভ তেলিপাড়া গ্রামের আবুল হোসেনে স্ত্রী।সোমবার সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার পর পুলিশ অভিযুক্ত একরামুল নামে এক ব্যক্তিকে আটক করে। স্থানীয়রা ও পুলিশ জানায়,আবুল হোসেন ও নিহত জরিনা বেগমের ছেলে অটো চালক বাদশা মিয়ার (৪৫)বাড়ি যাওয়ার সরকারি রাস্তায় গর্ত তৈরি হয়।এতে করে বাদশা মিয়ার অটোরিকশা যাতায়াতসহ জনসাধারণের পথ চলতে মারাত্নক অসুবিধায় পড়তে হয়। সোমবার সকালে রাস্তা সংলগ্ন একরামুলের জমি থেকে গর্ত ভরাট করতে মাটি কাটতে শুরু করেন বাদশা মিয়া। এসময় জমির মালিক একরামুল এসে বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। ছেলের সঙ্গে ঝগড়া লাগার খবর পেয়ে বাদশার মা জরিনা বেগম সেখানে এসে নিবৃত করার চেষ্টা করেন।এক পর্যায়ে একরামুল জরিনাকে ধাক্কা দিলে রাস্তার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এরপর খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এছাড়াও ঘটনায় জড়িত অভিযোগে একরামুলকে আটক করে পুলিশ। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মহিলার মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ