বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘বর্ষা মৌসুমে বৃষ্টি না হলে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়’। অনেকে বলেন এটা আদি কালের আদি কথা আবার সনাতন ধর্মালম্বীরা এটাকে ধর্মীয় একটি আচার বলেও মনে করে। সনাতন ধর্মালম্বীরা শাস্ত্রবিধি মোতাবেক সাধারন বিয়ের মতই অবুঝ দুই ব্যাঙের মধ্যে বিয়ে দিয়ে থাকে। এমনই এক বিয়ের আয়োজন করা হয় দিনাজপুরে। রোববার রাত থেকে পুরোহিতের মন্ত্র পাঠসহ সকল আয়োজনের মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হয়। তবে করোনার কারণে এবারে আয়োজন সংক্ষিপ্ত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিয়ে শেষে সবারই প্রার্থনা ছিল বৃষ্টির, পাশাপাশি করোনা মহামারী থেকে সকলকে মুক্ত রাখার। যদিও পর্যাপ্ত না হলেও গত কয়েকদিন ধরেই দিনাজপুর ও আশপাশ এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
দিনাজপুর শহরের রাজবাড়ীর হিরা বাগানে মন্দিরে রোববার রাতে এই বিয়ের আয়োজন করেন এলাকাবাসী। সনাতন ধর্মের শাস্ত্র মতে এই বিয়ের আয়োজন করা হয়। বিয়ের পর ব্যাঙজোড়াকে নিয়ে বক্স বাজিয়ে নেচে নেচে গ্রাম পরিক্রমা করা হয়। বিয়ের আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসীর মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। বিয়েতে কনে পক্ষে ছিলেন চন্দনা রাণী সরকার ও বর পক্ষে ছিলেন চন্দনা রাণী মহন্ত।
আয়োজনকারীরা জানায়, আমরা ছোট বেলায় বাপ-ঠাকুর্দার কাছে শুনেছি যে, দুই ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়। তাই আমরা শাস্ত্র মেনে ব্যাঙের বিয়ের আয়োজন করেছি। গ্রামের সকলে টাকা দিয়ে এই বিয়েতে সাহায্য করেছেন। আর সেই টাকায় আমরা নিরামিষ খিচুড়ির ব্যবস্থাও করেছি। বিয়ের পর আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসীদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
বিয়ের পুরোহিত তপন কুমার গোস্বামী বলেন, বেশ কয়েকদিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে এমন আয়োজন। এটা আমাদের লোকাচার। আমরা ঈশ^রের কাছে প্রার্থনা করি যাতে করে বৃষ্টি হয় এবং করোনার এই গ্রাস থেকে সকলে মুক্ত হই।
বিয়ের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারী কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক গবেষক ড. মাসুদুল হক। তিনি বলেন, উত্তরবঙ্গের লোকসংস্কৃতির কাজ করতে গিয়ে পুথিপুস্তকে এমন আয়োজনের বিষয়টি আমরা জেনেছি। ঐতিহ্যবাহী যে জনমন্ডল রয়েছে এই উত্তরবঙ্গে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ও আদিবাসী সমাজ তারা আবহাওয়া প্রতিবেশের সাথে তন্বিষ্ট থেকে দীর্ঘদিন ধরে এমন ব্যাঙের বিয়ের আয়োজন করে থাকে। আজকে আমি অবিভুত হলাম এইভাবে যে, আজকে দিনটি খুব গরম।
উল্লেখ্য যে, বর্তমানে দিনাজপুরের মাঠগুলোতে আমন রোপনের ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কিন্তু বিপত্তি বেধেছে বৃষ্টি। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় চরম বিপদে পড়েছেন কৃষকরা। চারা রোপন করার কয়েকদিন পরে সেই জমিটি পানির অভাবে ফেটে যাচ্ছে। বিকল্প স্যালো মেশিনের মাধ্যমে ফেটে যাওয়া জমিতে পানি দেয়া হচ্ছে। তবে স্যালো মেশিনের ডিজেল খরচে বেশি হওয়ায় চিন্তার ভাজ পড়েছে কৃষকদের মাথায়।
এদিকে দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান জানান, ২০২০ সালে ২৫ জুলাই পর্যন্ত জেলায় ৫৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অপরদিকে চলতি বছরের ২৫ জুলাই পর্যন্ত মাত্র ১৩৬ মিলিমিটার বৃষ্টি পাত রেকর্ড করা হয়। যা গত বছরের চেয়ে ৪৩২ মিলিমিটার বৃষ্টিপাত কম। তবে আগামী মাসে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
w`bvRcy‡i mbvZb ag©vj¤^xiv XvK‡Xvj wcwU‡q
e„wói Rb¨ e¨v‡Oi we‡q w`‡jb
gvndzRyj nK Avbvi Ôel©v †gŠmy‡g e„wó bv n‡j e¨v‡Oi we‡q w`‡j e„wó nqÕ| A‡b‡K e‡jb GUv Avw` Kv‡ji Avw` K_v Avevi mbvZb ag©vj¤^xiv GUv‡K ag©xq GKwU AvPvi e‡jI g‡b K‡i| mbvZb ag©vj¤^xiv kv¯¿wewa †gvZv‡eK mvavib we‡qi gZB AeyS `yB e¨v‡Oi g‡a¨ we‡q w`‡q _v‡K| GgbB GK we‡qi Av‡qvRb Kiv nq w`bvRcy‡i| †iveevi ivZ †_‡K cy‡ivwn‡Zi gš¿ cvVmn mKj Av‡qvR‡bi gva¨‡g we‡q m¤úbœ Kiv nq| Z‡e K‡ivbvi Kvi‡Y Gev‡i Av‡qvRb mswÿß n‡q‡Q e‡j Rvwb‡q‡Qb Av‡qvRKiv| we‡q †k‡l meviB cÖv_©bv wQj e„wói, cvkvcvwk K‡ivbv gnvgvix †_‡K mKj‡K gy³ ivLvi| hw`I ch©vß bv n‡jI MZ K‡qKw`b a‡iB w`bvRcyi I Avkcvk GjvKvq ‡_‡g †_‡g e„wó n‡”Q|
w`bvRcyi kn‡ii ivRevoxi wniv evMv‡b gw›`‡i †iveevi iv‡Z GB we‡qi Av‡qvRb K‡ib GjvKvevmx| mbvZb a‡g©i kv¯¿ g‡Z GB we‡qi Av‡qvRb Kiv nq| we‡qi ci e¨vO‡Rvov‡K wb‡q e· evwR‡q ‡b‡P ‡b‡P MÖvg cwiµgv Kiv nq| we‡qi Avgwš¿Z AwZw_ I GjvKvevmxi g‡a¨ wLPzwo weZiY Kiv nq| we‡q‡Z K‡b c‡ÿ wQ‡jb P›`bv ivYx miKvi I ei c‡ÿ wQ‡jb P›`bv ivYx gnšÍ|
Av‡qvRbKvixiv Rvbvq, Avgiv ‡QvU †ejvq evc-VvKy`©vi Kv‡Q ï‡bwQ †h, `yB e¨v‡Oi we‡q w`‡j e…wó nq| ZvB Avgiv kv¯¿ ‡g‡b e¨v‡Oi we‡qi Av‡qvRb K‡iwQ| MÖv‡gi mK‡j UvKv w`‡q GB we‡q‡Z mvnvh¨ K‡i‡Qb| Avi †mB UvKvq Avgiv wbivwgl wLPzwoi e¨e¯’vI K‡iwQ| we‡qi ci Avgwš¿Z AwZw_ I GjvKvevmx‡`i gv‡S wLPzwo weZiY Kiv nq|
we‡qi cy‡ivwnZ Zcb Kzgvi †Mv¯^vgx e‡jb, †ek K‡qKw`b hveZ e„wó bv nIqvi Kvi‡Y Ggb Av‡qvRb| GUv Avgv‡`i †jvKvPvi| Avgiv Ck^‡ii Kv‡Q cÖv_©bv Kwi hv‡Z K‡i e„wó nq Ges K‡ivbvi GB MÖvm †_‡K mK‡j gy³ nB|
we‡qi AwZw_ wn‡m‡e Dcw¯’Z wQ‡jb w`bvRcyi miKvix K‡j‡Ri `k©b wefv‡Mi mn‡hvMx Aa¨vcK M‡elK W. gvmy`yj nK| wZwb e‡jb, DËie‡½i †jvKms¯‹…wZi KvR Ki‡Z wM‡q cyw_cy¯Í‡K Ggb Av‡qvR‡bi welqwU Avgiv ‡R‡bwQ| HwZn¨evnx †h RbgÛj i‡q‡Q GB DËie‡½ we‡kl K‡i mbvZb ag©vej¤^x I Avw`evmx mgvR Zviv AvenvIqv cÖwZ‡e‡ki mv‡_ Zwš^ó †_‡K `xN©w`b a‡i Ggb e¨v‡Oi we‡qi Av‡qvRb K‡i _v‡K| AvR‡K Avwg AwefzZ njvg GBfv‡e †h, AvR‡K w`bwU Lye Mig|
D‡jøL¨ †h, eZ©gv‡b w`bvRcy‡ii gvV¸‡jv‡Z Avgb †ivc‡bi e¨¯Í mgq cvi Ki‡Qb K…lKiv| wKš‘ wecwË †e‡a‡Q e„wó| ch©vß cwigv‡Y e„wó bv nIqvq Pig wec‡` c‡o‡Qb K…lKiv| Pviv †ivcb Kivi K‡qKw`b c‡i ‡mB RwgwU cvwbi Afv‡e †d‡U hv‡”Q| weKí m¨v‡jv †gwk‡bi gva¨‡g †d‡U hvIqv Rwg‡Z cvwb †`qv n‡”Q| Z‡e m¨v‡jv †gwk‡bi wW‡Rj Li‡P ‡ewk nIqvq wPšÍvi fvR c‡o‡Q K…lK‡`i gv_vq|
Gw`‡K w`bvRcyi AvenvIqv Awd‡mi fvicÖvß Kg©KZ©v †Zvdv¾yi ingvb Rvbvb, 2020 mv‡j 25 RyjvB ch©šÍ †Rjvq 568 wgwjwgUvi e„wócvZ †iKW© Kiv n‡q‡Q| Aciw`‡K PjwZ eQ‡ii 25 RyjvB ch©šÍ gvÎ 136 wgwjwgUvi e„wó cvZ †iKW© Kiv nq| hv MZ eQ‡ii †P‡q 432 wgwjwgUvi e„wócvZ Kg| Z‡e AvMvgx gv‡m e„wócvZ nIqvi m¤¢vebv i‡q‡Q|
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।