Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার ভিআইপি এলাকায় সন্ধ্যা নামলেই উঠতি বয়সীদের আড্ডা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১১:২৯ পিএম

খুলনা জজকোর্টের মোড় বললেই সবাই চেনে। রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার এর সরকারি বাসভবন থেকে মাত্র ১০০ গজ সামনে। পাশেই সার্কিট হাউজ। পেছনে ডিসি অফিস ও আদালত ভবন। ভিআইপি এলাকা বলে পরিচিত এই এলাকাটি করোনাকালে সন্ধ্যার পর উঠতি বয়সীদের আড্ডার নিরাপদ জায়গায় পরিণত হয়েছে।

আজ রোববার রাত সাড়ে ১০ টার দিকে দেখা গেছে এক ডজনেরও বেশি মোটর সাইকেলে এসে তরুণ-যুবকেরা আয়েশ করে আড্ডা দিচ্ছে। তাদের বেশিরভাগই খুলনার অভিজাত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পাশে গোপনে খোলা থাকা কয়েকটি চায়ের দোকান। করোনার কঠোর লকডাউনের মধ্যে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০ টা ১১ টা পর্যন্ত চলে চা সিগারেটের এ আড্ডা। শোনা গেছে, পুলিশ খুব একটা নজর দেয় না এদিকে। সরেজমিনে এ অভিযোগের সত্যতা মিলেছে। করোনার এ ক্রান্তিলগ্নে প্রকাশ্যে এ ধরণের জনসমাগম ও আড্ডা করোনার ঝুঁকিকে বহুগুন বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয়ে খুলনা সদর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই টিপু সুলতান জানান, দ্রুত এ বিষয়ে ব্যাবস্থা নেয়া হবে।



 

Show all comments
  • Shams ২৬ জুলাই, ২০২১, ৭:২২ পিএম says : 0
    সম্ভ্রান্ত পরিবার!!! হাহাহা!!!...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ