Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কবে পাবে আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা?

বিশ্ববিদ্যালয়-কলেজ পর্যায়ে টিকা প্রক্রিয়া শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ কলেজগুলোর শিক্ষার্থীদের করোনাভাইরাস রোধক টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও আলিয়া মাদরাসা, কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এসব মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকরা কবে টিকা পাবেন, তা কেউ জানেন না। মাদরাসা ছাত্রদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু না হওয়ায় কবে থেকে ক্লাস শুরু হবে, তাও জানতে পারছেন না শিক্ষার্থীরা। কারো কারো শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল আলেমরা টিকা গ্রহণ করলেও শিক্ষার্থীদের ক্ষেত্রে কী সিদ্ধান্ত, তারা এখনো ঠিক করতে পারেননি। আলিয়া ও কওমি মাদরাসার কয়েকজন সিনিয়র শিক্ষক ও একাধিক মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে জানা গেছে, মাদরাসার শিক্ষার্থীদের টিকা দেওয়ার ক্ষেত্রে সমন্বিত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এক্ষেত্রে বেফাক ও অন্যান্য আঞ্চলিক বোর্ডগুলোসহ কওমি মাদরাসার নিয়ন্ত্রক সংস্থা সরকারি বিধিবদ্ধ প্রতিষ্ঠান ‘আল-হাইআতুল উলয়া লি-জামিআতিল কওমিয়্যাহ’ও এ বিষয়ে কোনও আলোচনা শুরু করেনি।

ঢাকার একটি মাদরাসার মেশকাত জামাতের (স্নাতক চূড়ান্ত) একজন শিক্ষার্থী গতকাল রোববার জানান, তাদের প্রতিষ্ঠান থেকে টিকা নেওয়ার ব্যাপারে কোনো কিছুই জানানো হয়নি। আর মাদরাসাও কবে নাগাদ খোলা হবে, তা অনিশ্চিত।

সরকারিভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, কলেজ পর্যায়ে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রক্রিয়া শুরু করেছে। টিকা কার্যক্রম গুছিয়ে এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ও। এরইমধ্যে টিকা নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৮ করা হয়েছে। শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ হলেই প্রতিষ্ঠান খুলবে, সরকারের পক্ষ থেকে এমন সম্ভাবনার কথা জানানো হয়েছে।

কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) একাধিক দায়িত্বশীল আলেম জানান, মাদরাসার ছাত্রদের টিকা দেওয়ার বিষয়ে কোনও রোডম্যাপ হয়নি। ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে টিকা দেওয়ার বিষয়ে উৎসাহ দেওয়া হলেও প্রাতিষ্ঠানিক কোনো নির্দেশনা নেই।

ঢাকার একটি মাদরাসার শিক্ষক বলেন, টিকা নেওয়ার বিষয়ে শুরুতে বিভ্রান্তি থাকলেও এখন টিকা নেওয়ার পক্ষে সবাই। সুস্থ থাকতে টিকার বিকল্প নেই, এ কথাটিও ছাত্রদের কাছে তুলে ধরা হচ্ছে বিভিন্ন উপায়ে। যদিও মাদরাসা বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী টিকার ব্যাপারে অন্ধকারে আছে।

সাংবাদিকরা জানতে চাইলে বেফাক ও আল-হাইআতুল উলয়া লি-জামিআতিল কওমিয়্যাহ’র সদস্য মাওলানা মুসলেহ উদ্দিন রাজু বলেন, মাদরাসার শিক্ষার্থীরা, শিক্ষকরা কীভাবে টিকা পাবেন, এ নিয়ে বোর্ডগুলো এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। হাইআতুল উলয়ার দায়িত্বশীলরা এ বিষয়ে আলোচনা শুরু করেছেন। তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, মাদরাসার অনেক সিনিয়র কর্মকর্তা ও শিক্ষক এবং সিনিয়র আলেমদের মধ্যে অনেকেই টিকার জন্য নিবন্ধন করেছেন। তারা নিজ উদ্যোগে টিকা নিচ্ছেন। তবে কওমি মাদরাসা ক্লাস শুরুর ব্যাপারে তাদের আগ্রহ থাকলেও শিক্ষার্থীদের টিকার জন্য সরকারের উচ্চপর্যায়ে আলোচনায় আগ্রহ নেই। শিক্ষার্থীরা বলছেন, তারা মাদরাসা খোলা বা ক্লাস শুরু হওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত জানতে পারছেন না, টিকার ব্যাপারে কিছুই জানেন না।



 

Show all comments
  • Md Kawser Ahmed ২৬ জুলাই, ২০২১, ৫:৩৭ এএম says : 0
    মাদরাসার ছাত্রদের দ্রুত টিকা নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • Mizanur Chowdhury ২৬ জুলাই, ২০২১, ৫:৩৭ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করে শ্রেণি কার্যক্রম শুরু করার প্রক্রিয়া গ্রহণের যে দিক নির্দেশনা প্রদান করেছেন মাদরাসার শিক্ষার্থীদের জন্যও আশা করি তিনি একই ঘোষণা দেবেন। মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম ২৬ জুলাই, ২০২১, ৫:৩৮ এএম says : 0
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় মাদ্রাসা শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে টিকা দিয়ে দ্রুত মাদরাসাগুলো চালু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • হিমালয় হিমু ২৬ জুলাই, ২০২১, ৫:৩৮ এএম says : 0
    অতি সত্বর মাদ্রাসা শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিকে করোনা টিকা দেয়ার ঘোষণা দেয়া হোক। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
    Total Reply(0) Reply
  • রুকাইয়া খাতুন ২৬ জুলাই, ২০২১, ৫:৩৮ এএম says : 0
    When University students will get covid 19 vaccine same time Madrasah students must be vaccinated. Plz open the all educational institutions.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ