পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে কিছু কিছু পোশাক কারখানা চালু রাখা হচ্ছে। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঠান্ডার কামরুজ্জামানের নেতৃত্বে কটন ক্লাব বিডি লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানা মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়। এছাড়াও বিধিনিষেধ বাস্তবায়নে যানবাহন ও পথে-ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঠান্ডার কামরুজ্জামান জানান, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। ওই পোশাক কারখানা ছাড়াও বিধিনিষেধ লঙ্ঘন করে যানবাহন চলাচল করায় আরো অর্থদণ্ড করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।