রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পৃথক স্থান মধ্যবয়সী দুই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকার চকের একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের ও শুক্রবার বিকেলে তিল্লী ইউনিয়নের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত আরেক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, গত শনিবার বিকেলে ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের চকের মাঝের একটি ডোবায় থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে কান্দাপাড়া গ্রামের একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গেঞ্জি পরিহিত অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩৮ এর মতো। এ বিষয়ে পুলিশি তদন্ত চলমান রয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
অপর দিকে গত শুক্রবার বিকেলে সাটুরিয়ায় তিল্লী এলাকায় ধলেশ্বরী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, যুবককে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরাা। শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন ধলেশ্বরী নদীর তিল্লী এলাকায় এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সাটুরিয়া থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, তিন চারদিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নদীর মাছ লাশের বিভিন্ন অংশ খেয়ে নষ্ট করেছে। এছাড়া পানিতে থাকায় লাশে পচনও ধরেছে। গতকাল রোববার পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।