Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃদ্ধাকে আ.লীগ নেতার মারধর

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

ময়মনসিংহের তারাকান্দায় এক বৃদ্ধকে মারধর ও লাঞ্ছিত করলো উপজেলা আ.লীগের এক নেতা ও তার দলবল। এ ঘটনায় গতকাল রোববার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নির্যাতিতা বৃদ্ধ শহিদ মিয়া। সংবাদ সম্মেলনে বৃদ্ধ শহিদ মিয়া জানান, তিনি উপজেলার ঢাকুয়া ইউপি. নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু হোরায়রা তালুকদারের সমর্থক ও কর্মী। গত শুক্রবার রাতে ভালকি পাকার মোড়ে এক চায়ের দোকানে উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও গত ইউপি নির্বাচনে আ.লীগ মনোনীত পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইকরামুল হক তালুকদারের কর্মী সাইফুল ইসলামের সাথে তর্কবিতর্ক হয়। এ ঘটনার জের ধরে সেদিন বিকালে শহিদ মিয়া ফুলপুর উপজেলার বালিয়া বাজারে গেলে উপজেলা আ.লীগের সহ-সভাপতি ইকরামুল হক তালুকদারসহ রাকিক ও শাকিব ওই বৃদ্ধ শহিদ মিয়াকে ডেকে নিয়ে মারধর ও লাঞ্ছিত করে। এর বিচার দাবিতে রোববার ভালকি গ্রামে আবু হোরায়রা তালুকদারের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নির্যাতিত বৃদ্ধ শহিদ মিয়া ও বৃদ্ধের বড় ভাই আ. ছাত্তার। এসময় নির্যাতিত বৃদ্ধের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ