Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ট্রাক চালক হত্যার ঘটনায় দুই ভাই গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ৬:১৬ পিএম

চট্টগ্রামে কোরবানির গরু বহনকারী ট্রাকের চালককে গুলি করে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন- সাদ্দাম হোসেন বাচা (৩১) ও মো. তুহিন (১৯)। ঢাকার সাভারের দেওগাঁ এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ওই দুই জন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে র‌্যাবের দাবি। চট্টগ্রামের রাউজান উপজেলায় তাদের বাড়ি হলেও সাদ্দাম সীতাকুণ্ডের ছিন্নমূল এলাকায় এবং তুহিন নগরীর বায়েজিদ থানার আরেফীন নগরে থাকেন ।
গত ১৬ জুলাই এ হত্যাকাণ্ডের পর থানা পুলিশের সাথে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সাভারের দেওগাঁ এলাকায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও অন্তত সাত জন জড়িত থাকার তথ্য র‌্যাব পেয়েছে। তাদের ধরতেও র‌্যাব কাজ করছে। গ্রেপ্তারের পর দুই জনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। গত ১৬ জুলাই নগরীর বিবিরহাটে কোরবানির গরু নিয়ে যাওয়ার সময় ফৌজদারহাট-বায়েজিদ লিঙ্ক রোডের চার নম্বর সড়কের কাছে ট্রাকটির পথ আটকানো হয়। চালক ট্রাকটি চালিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে সামনে থেকে গুলি করা হয়। গাড়িতে তার মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ