Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে র‌্যাবের অভিযানে দেবিদ্বারের সেই ধর্ষক গ্রেফতার

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ৫:৫২ পিএম

কুমিল্লার দেবিদ্বারে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাজী সোহাগকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-১১। সে দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের কাজী মফিজ উদ্দিনের ছেলে। রোববার সকালে কুমিল্লা র‌্যাব-১১’র সিপিসি-২’র উপ-পরিচালক কোম্পানীর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত কাজী সোহাগ গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বুদ্ধি প্রতিবন্ধি নারীকে একাধিকবার ধর্ষণ করার ফলে গর্ভবতী হয়ে পড়েন। ভিক্টিম গর্ভবতী হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, সোহাগ তাকে বিভিন্ন সময়ে বারেরা কাজী বাড়ির একটি ভবনের ছাদের উপর নিয়ে ধর্ষণ করে। প্রতিবন্ধি নারী তার হাতে পায়ে ধরে অনুরোধ করলেও রেহাই পায়নি। পরবর্তীতে পরিবারের সদস্যরা উক্ত বিষয়ে সোহাগ ও তার পরিবারের সাথে যোগাযোগ করলে বিষয়টি আমলে না নিয়ে তাকে ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করায় সামাজিক লোক লজ্জার ভয়ে কারো কাছে প্রকাশ এবং আইনের আশ্রয় নেয়নি। বুদ্ধি প্রতিবন্ধি ওই নারীর পরিবারের পক্ষ থেকে কুমিল্লা র‌্যাব-১১’র কার্যালয়ে অভিযোগ করলে ২৪ জুলাই শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ধর্ষক কাজী সোহাগকে গ্রেফতার করা হয়। বিবাহীত জীবনে কাজী সোহাগ এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। পেশায় একজন চা’ বিক্রেতা।
গ্রেফতারকৃত কাজী সোহাগ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে ঘটনাটি স্বীকার করে। উক্ত বিষয়ে দেবিদ্বার থানায় মামলা হয়েছে। 



 

Show all comments
  • Dadhack ২৫ জুলাই, ২০২১, ৬:১১ পিএম says : 0
    দেশে আল্লাহর আইন দিয়ে চললে যিনা-ব্যভিচার ধর্ষণ বলে কোন জিনিস থাকতো না... বিবাহিত যিনাকারী ও ধর্ষণকারীর শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুতে পাথর মেরে হত্যা করা এবং যারা অবিবাহিত তাদেরকে 100 চাবুক মারা 100 চাবুক মারলে মানুষ বাঁচে না এবং এটা সবার সামনে হতে হবে এবং টেলিভিশনে প্রচার করতে হবে তাহলে কারো সাহস হবে না এই ধরনের জঘন্যতম কাজ করতে.....এটাই হচ্ছে আল্লাহর বিধান যারা আল্লাহর বিধান মানে না তারা জেনে নিন.......... বিশ্বশ্রেষ্ঠ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতউল্লাহ লিখেছেন: অকাট্য দলিল ও সমস্ত উম্মাহর ঐক্য বদ্ধ ঐক্যমতের ভিত্তিতে একথা স্পষ্ট যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মকে সমর্থন করবে কিংবা মোহাম্মদ [সাঃ] শরিয়া ব্যতীত অন্য কোন রাষ্ট্রব্যবস্থাকে সমর্থন করবে সে কাফের. যেভাবে কেউ কোরআনের কিছু অংশ বিশ্বাস করে আর কিছু অংশ অবিশ্বাস করলে কাফের হয়. { মাজমুউ ফাতাওয়া শাইখুল ইসলাম 524/28 } Surah:5: Ayat:44: “যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না এমন লোক তো পূর্ণ কাফির” Surah:5: Ayat:45: “যে ব্যক্তি আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী ফায়সালা করে না তাহলে তো এমন ব্যক্তি পূর্ণ জালিম.” Surah:5: Ayat:47: “যে ব্যক্তি আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তাহলে তো এই লোকই পাপাচারী ফাসেক”এইজন্যই তো নবী [সাঃ] নিজেই সাতাশটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কাফেরদের বিরুদ্ধে যারা আল্লাহর আইন দিয়ে দেশ শাসন করত না… আলী রাদিয়াল্লাহু বলতেন যে যুগে যুগে ইসলামকে ধ্বংস করবে দরবারী আলেম ও শাসকগণ. “তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখ আর কিছু অংশ অস্বীকার কর? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কী প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে গাফেল নন”। সূরা বাকারা: (৮৫) ইসলামে নিশ্চিত ভাবে প্রমাণিত কোনো বিষয় যে প্রত্যাখ্যান করল, সে কাফের ও পথভ্রষ্ট, যদিও তার প্রত্যাখ্যান করা বিষয়ের পরিমাণ খুব কম ও সামান্য হয়। অতএব পার্থিব রাজনীতির সাথে সম্পৃক্ত ইসলামের সকল বিধান যে প্রত্যাখ্যান করে, সে কাফের বলার অপেক্ষা রাখে না, যেমন সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার অনুসারীরা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ