বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার দেবিদ্বারে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাজী সোহাগকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-১১। সে দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের কাজী মফিজ উদ্দিনের ছেলে। রোববার সকালে কুমিল্লা র্যাব-১১’র সিপিসি-২’র উপ-পরিচালক কোম্পানীর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত কাজী সোহাগ গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বুদ্ধি প্রতিবন্ধি নারীকে একাধিকবার ধর্ষণ করার ফলে গর্ভবতী হয়ে পড়েন। ভিক্টিম গর্ভবতী হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, সোহাগ তাকে বিভিন্ন সময়ে বারেরা কাজী বাড়ির একটি ভবনের ছাদের উপর নিয়ে ধর্ষণ করে। প্রতিবন্ধি নারী তার হাতে পায়ে ধরে অনুরোধ করলেও রেহাই পায়নি। পরবর্তীতে পরিবারের সদস্যরা উক্ত বিষয়ে সোহাগ ও তার পরিবারের সাথে যোগাযোগ করলে বিষয়টি আমলে না নিয়ে তাকে ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করায় সামাজিক লোক লজ্জার ভয়ে কারো কাছে প্রকাশ এবং আইনের আশ্রয় নেয়নি। বুদ্ধি প্রতিবন্ধি ওই নারীর পরিবারের পক্ষ থেকে কুমিল্লা র্যাব-১১’র কার্যালয়ে অভিযোগ করলে ২৪ জুলাই শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ধর্ষক কাজী সোহাগকে গ্রেফতার করা হয়। বিবাহীত জীবনে কাজী সোহাগ এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। পেশায় একজন চা’ বিক্রেতা।
গ্রেফতারকৃত কাজী সোহাগ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে ঘটনাটি স্বীকার করে। উক্ত বিষয়ে দেবিদ্বার থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।