Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুষ্ঠিত হয়ে গেল এডিসন গ্রুপের আন্তঃডিভিশন ফুটবল টুর্নামেন্ট “এডিসন ফুটসাল ২০১৬”

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপের উদ্যোগে সম্পন্ন হয়েছে আন্তঃডিভিশন ফুটবল টুর্নামেন্ট “এডিসন ফুটসাল ২০১৬”। “এডিসন ফুটসাল ২০১৬” নামে আয়োজিত প্রথম আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে “ডায়নামো স্টারস”। উত্তেজনাকর ফাইনালে ডায়নামো স্টারস, গ্ল্যাডিয়েটরসকে ১ গোলের ব্যবধানে হারায়। ফাইনাল ম্যাচএ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ডায়নামো স্টারসের ফাহিম এবং পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকেই ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত করা হয়। সেরা গোলকিপারের পুরস্কার পান ডায়নামো স্টারসের মামুন এবং ফেয়ার প্লে ট্রফি পায় টিম অ্যাভেঞ্জারস। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক এডিসন গ্রুপের রিজিওনাল সেলস ম্যানেজার শফিউলের হাতে ট্রফি তুলে দেন এডিসন গ্রপের চেয়ারম্যান, আমিনুর রশীদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র ডিরেক্টর রেজোয়ানুল হক, এডিসন গ্রুপের হেড অব স্ট্র্যাটেজিক এইচআর আহমেদ পাশা এবং ডিরেক্টর অব মার্কেটিং আশরাফুল হক। লিগ পদ্ধতির এই টুর্নামেন্টএ ৮টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো অ্যাভেঞ্জারস, চ্যালেঞ্জারস, হকস, ডায়নামাইটস, ফায়ারবলস, ডায়নামো স্টারস, ওয়ারিওরস এবং গ্ল্যাডিয়েটরস। মতিঝিলের হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামের মাঠে লিগ পর্যায়ের খেলাগুলো এবং একই মাঠে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুষ্ঠিত হয়ে গেল এডিসন গ্রুপের আন্তঃডিভিশন ফুটবল টুর্নামেন্ট “এডিসন ফুটসাল ২০১৬”
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ