Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিলো পুলিশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১১:১০ এএম

জনৈক মাসুদ আহমেদ ফোন করে চান্দগাঁও থানায় জানান তার মেয়ে সাইমা সাদিয়া (১৪) শ্বাস কষ্টে ভুগছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার দ্রুত অক্সিজেন প্রয়োজন। ঈদ উল আযহার ছুটি ও লক ডাউন এর কারণে তিনি কোথাও অক্সিজেন না পেয়ে চান্দগাঁও থানায় ফোন করেছেন। শনিবার রাতে বিষয়টি জানামাত্রই চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমানের নির্দেশে ডিউটিরত অফিসার এসআই মোঃ আব্দুল কু্দ্দুস সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষনিক চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকায় মাসুদ আহমেদের বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান এবং সাইমা সাদিয়াকে অক্সিজেন সিলিন্ডার হতে গ্যাস নেওয়ার ব্যবস্থা করেন। করোনারকালীন সময়ে বন্দর নগরীর জনসাধারণের প্রয়োজন বিবেচনায় সিএমপি কমিশনারের নির্দেশে সকল থানা থেকে একযোগে অক্সিজেন ব্যাংক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগরীর জনসাধারণকে অক্সিজেনের জরুরি প্রয়োজনে নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ প্রদান করা হয়েছে।



 

Show all comments
  • Md.Humaiun Kabir ২৫ জুলাই, ২০২১, ১২:২১ পিএম says : 0
    এমনই হওয়া উচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ