Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানিবদ্ধতা ও ময়লার স্তূপ নিত্যকার চিত্র

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:০১ এএম

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে অস্তায়ী পুলিশ ক্যাম্প, ইউপি ভবন ও স্বাস্থ্য কমপ্লেক্সে পানিবদ্ধতা ও ময়লা আবর্জনায় স্তূপে পরিণত হয়েছে। জনগণের জান-মাল ও নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ীভাবে পুলিশ ক্যাম্পটি স্থাপন করে পুলিশ প্রশাসন। জনগণের দেখভাল করার দায়িত্ব পুলিশের থাকলেও তাদের এই ভোগান্তি দেখার কেউ নেই। জানা যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে পানিবদ্ধতার সৃষ্টি হয় বাবুখালী পুলিশ ক্যাম্প এলাকা জুড়ে। দেখে মনে হয় ভাসমান ময়লা আবর্জনার স্তূপ। পুলিশ ক্যাম্প ও বাবুখালী ইউনিয়ন পরিষদ পাশাপাশি অবস্থান করার কারণে এই পানিবদ্ধতা দেখা যায় বাবুখালী পুলিশ ক্যাম্প ও ইউনিয়ন পরিষদ চত্বর জুড়ে। মাগুরার সাবেক পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান গত বছর বাবুখালী পুলিশ ক্যাম্পের জন্য স্থায়ীভাবে ক্যাম্প নির্মাণের পদক্ষেপ নিলেও জায়গায় না পাওয়ার কারণে কোনো সুব্যবস্থা আজও হয়নি।
বাবুখালী পুলিশ ক্যাম্পের আইসি সুবীর কুমার রায় বলেন, ক্যাম্পের উত্তর ও পূর্ব দিকে উঁচু রাস্তা থাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এজন্য সামান্য বৃষ্টি হলে পানিবদ্ধতা দেখা যায়। এই সমস্যার একমাত্র সমাধান পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা। বাবুখালী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মীর সাজ্জাদ আলী বলেন, এই পানিবদ্ধতার কারণে এলাকার জনগণ এবং পুলিশ ক্যাম্পের সদস্যদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি বাবুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রদানে সমস্যা দেখা দিয়েছে। খুব দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হবে বলে চেয়ারম্যান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ