Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্ধশতাধিক নেতাকর্মী জাপাতে যোগদান

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি মুন্সী আমিনুল ইসলাম সাজুসহ অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর হাতে ফুলের তোড়া দিয়ে মুন্সী আমিনুল ইসলাম সাজুর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে (জাপা) যোগদান করেন।
উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে এমপির বাসভবনে উপজেলা জাসদের সভাপতি মুন্সী আমিনুল ইসলাম সাজু, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক সত্যেন্দ্র নাথ শর্মা, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তার শেলী, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, দহবন্দ ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী জাপাতে যোগদান করেন। এসময় উপজেলা জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মুন্সী সাজু জানান, গত ১৬ জুলাই তিনি জাসদ উপজেলা শাখার সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর ১৮ জুলাই তাকে দল থেকে বহিস্কার করা হয়। তিনি আরো বলেন, অন্যান্যরা বিভিন্ন তারিখে দল থেকে পদত্যাগ করেছেন। এমপি এসময় জাপাতে যোগদানকৃত নেতাকর্মীদের স্বাগত জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ