রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চলমান লকডাউনের বিধি নিষেধের মধ্যেই কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। উপজেলা আ.লীগের নবঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গতকাল দুপুরে পাকুন্দিয়া উপজেলা সদরে ইদগাহ ময়দানের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডাক বাংলোতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাকুন্দিয়া উপজেলা আ.লীগের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন। লিখিত বক্তব্যে উপজেলা আ.লীগের নবঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল দাবি করে কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে পাকুন্দিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। কর্মসূচিতে আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর আগে পাকুন্দিয়ায় একই দাবিতে গতকাল বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে এক সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।