রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
যশোর শহরে শাওন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অনি নামে এক যুবকের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয়রা। গত শুক্রবার রাতে যশোর শহরের শঙ্করপুর ছোটনের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যেয়ে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অনি শংকরপুর ছোটনের মোড় এলাকার আকামুর রহমান আলতুর ছেলে। অনির মা রওশন আরা বেগম বলেন, স্থানীয় শতাধিক লোক মুখে মাস্ক পরে তাদের বাড়িতে হামলা করে। পরে তারা কুপিয়ে ঘরের টিন কেটে ঘরের মালামাল ভাঙচুর করে। গ্যাস সিলিন্ডারের লাইন খুলে তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আজিজুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। যশোর কোতোয়ালি থানার ইনসপেক্টর সুমন ভক্ত বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরো বলেন, শাওন হত্যাকাণ্ডের ঘটনার জের ধরেই হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডেরর সাথে কারা জড়িত তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ১০টার দিকে যশোর শহরের শঙ্করপুর ছোটনের মোড় এলাকায় দুর্বৃত্তরা ছুরি মেরে শাওনকে হত্যা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।