Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে টিকা উৎপাদন করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ৪:৪৩ পিএম

বাংলাদেশে করোনাভাইরাসের টিকা উৎপাদন করবে চীন। এ নিয়ে বাংলাদেশ চীনের সঙ্গে বেশ কিছু বিষয়ে কাজ শুরু করে দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন শনিবার (২৪ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ আজ (২৪ জুলাই) বিকেলে জাপান থেকে বাংলাদেশে এসেছে। এ উপলক্ষে তিনি সেখানে বক্তব্য রাখেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৫ জুলাই উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশ চাইলে টিকা উৎপাদনের চুক্তির ঘোষণা ৫/৬ ঘণ্টার মধ্যে পাঠিয়ে দেব। টিকা উৎপাদনের জন্য আগাম কোনো অবকাঠামো পরিদর্শন করার প্রয়োজন নেই বলে তিনি জানিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে চীনের টিকা কো-প্রোডাকশন করার জন্য পররাষ্ট্র তথা স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, আগামী ১ মাসের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ২৮ লাখ ডোজ বাংলাদেশে আসবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, টিকা নিয়ে আগামীতে আর কোনো সংকট হবে না।



 

Show all comments
  • Ash ২৪ জুলাই, ২০২১, ৮:৪৯ পিএম says : 0
    ভারত থেকে টীকা আসার কি হোল? আমরা যে টাকা দিলাম, তা দাদারা মেরে দিয়েছে নাকি? যা হোক, আশা করি এ থেকে সরকার মহোদয়ের শিক্ষা হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ