Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ার সংসদে প্রবাসীদের আবেদন

বাংলাদেশে ৫ কোটি টিকা পাঠাতে

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশে উপহার হিসেবে ৫০ মিলিয়ন বা পাঁচ কোটি করোনা ভ্যাকসিন পাঠানোর জন্য অস্ট্রেলিয়ান পার্লামেন্টে আবেদন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এই আবেদন অনুমোদনের জন্য পার্লামেন্ট কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে প্রবাসীদের। এরই প্রেক্ষিতে অনলাইন আবেদনের মাধ্যমে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন উদ্যোক্তারা।

অস্ট্রেলিয়ার যে কোনো নাগরিক এ আবেদনে স্বাক্ষর করতে পারবেন। যদি ১২ আগস্টের মধ্যে ১০ হাজার স্বাক্ষর সংগ্রহ করা যায় তাহলে স্পিকারের মাধ্যমে বিষয়টি সংসদে উত্থাপন করা হবে।
আবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। আমরা বিশ্বাস করি, উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উপহার হিসেবে বাংলাদেশকে দিলে তা দুই দেশের সম্পর্কে আরও একটি মাইলফলক হবে। অস্ট্রেলিয়া তাদের নিজস্ব ল্যাবরেটরিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন করছে। দেশটিতে ৫০ মিলিয়ন ভ্যাকসিন উদ্বৃত্ত রয়েছে। যেহেতু অস্ট্রেলিয়ায় ইতোমধ্যেই ফাইজারের ভ্যাকসিন পৌঁছে গেছে তাই সবাই সেটি নিতে আগ্রহী। আগামী ৫ মাসের মধ্যে মডার্নার ভ্যাকসিনও পৌঁছাবে দেশটিতে।

এ আবেদনের উদ্যোক্তা ও স্বাস্থকর্মী সৈয়দ রাসেল বলেন, আমরা ৫০ মিলিয়ন ভ্যাকসিন উপহার হিসেবে পাওয়ার চেষ্টা করছি। যেহেতু অস্ট্রেলিয়া নিজস্ব ল্যাবরেটরিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন তৈরি করে, তাই এখান থেকে চাহিদা অনুযায়ী ভ্যাকসিন পাওয়ার সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন ২ জুন এক ফেসবুক বার্তায় বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশে করোনা মোকাবিলায় কাজ করছে। ইন্ডো-প্যাসিফিক অঞ্চলে আমাদের বন্ধুদের অংশীদারত্বের ভিত্তিতে সাহায্য অব্যাহত থাকবে।



 

Show all comments
  • Md Imran Hawladar ২৪ জুলাই, ২০২১, ৫:১৭ এএম says : 0
    সাবাস প্রবাসী ভাই।
    Total Reply(0) Reply
  • Md Mizanur Rahman Noble ২৪ জুলাই, ২০২১, ৫:১৭ এএম says : 0
    এই দেশ প্রেমের জন্য ভালোবাসা
    Total Reply(0) Reply
  • Faruque Hazzaz ২৪ জুলাই, ২০২১, ৫:১৭ এএম says : 0
    আলহামদুলিল্লাহ!
    Total Reply(0) Reply
  • Red Sun East ২৪ জুলাই, ২০২১, ৫:১৭ এএম says : 0
    Great Hope
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ