বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টঙ্গী সংবাদদাতা : টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার ধ্বংসস্তূপ থেকে মানুষের কিছু হাড় উদ্ধার করেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে হাড়গুলো উদ্ধার করা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার ধ্বংসস্তূপ সরানোর সময় দুপুর সোয়া ২টার দিকে কারখানার ভেতর থেকে মানুষের কিছু হাড় পাওয়া গেছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর ওই কারখানা থেকে তিনজনের কঙ্কাল উদ্ধার করা হয়। এ পর্যন্ত টাম্পাকো কারখানায় নিহতের সংখ্যা ৩৯ জন।
হাড়গুলো নতুন কারো হলে নিহতের সংখ্যা দাঁড়াবে ৪০ জনে। এগুলো আগের উদ্ধারকৃত কোনো লাশের কিনা, তাও বোঝা যাচ্ছে না।
গত ১০ সেপ্টেম্বর সকালে গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় টাম্পাকো ফয়েলস কারখানা বিধ্বস্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।