Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর হাতিয়ায় সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৫

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : হাতিয়ার উপজেলার চরঈশ্বর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান আবদুল হালিম আজাদ এবং একই ইউনিয়নের ইউপি মেম্বার রবীন্দ্র দাসের সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কামাল হোসেন নামের ১জন নিহত এবং অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কামাল হোসেনের মৃত্যু হয়। নিহত কামাল হোসেন চরঈশ্বর ইউনিয়নের বাসিন্দা ও ইউপি সদস্য রবীন্দ্র দাসের সমর্থক। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত চরঈশ্বর ইউনিয়নের খাসেরহাট বাজার, বাংলা বাজার ও বাঁধের গোড়সহ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় গ্রুপের সমর্থকরা। এসময় দফায় দফায় একে অপরের ওপর গুলিবর্ষণ করে। এতে কামাল হোসেনসহ অন্তত ৬জন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ডগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় কামালের মৃত্যু হয়।

হাতিয়া থানার ওসি গোলাম ফারুক জানান, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মেম্বার রবীন্দ্র দাসের সমর্থক কামাল হোসেন নিহত হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তিনি আরো জানান, দুপুরে বাঁধের গোড়া এলাকায় চেয়ারম্যান ও মেম্বারের সমর্থকরা মুখোমুখি অবস্থান নিয়ে পুলিশ ৫ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এসময় কেউ আহত হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ