Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুটিকে হাসপাতালে ফেলে গেছেন বাবা মা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ৮:৪৪ এএম

বয়স মাত্র ১৪ দিন । এর মধ্যেই একা হয়ে গেলো শিশুটি। তাকে হাসপাতালে ফেলে গেছেন বাবা মা। এখন সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ক্লাবফুট (মুগুর পা) জটিলতা নিয়ে জন্ম নেওয়া শিশুর পাশে দাঁড়িয়েছেন চিকিৎসক ও নার্সরা। জানা যায় গত রোববার হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ওই শিশুর মা বাবা পালিয়ে যান। হাসপাতালের রেজিস্ট্রার বইয়ে শিশুটির নাম ঝর্ণা লেখা । বাবার পরিচয় লেখা হয়েছে জসিমউদ্দিন এবং ঠিকানা দেওয়া হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি এলাকায়। শিশু সার্জারি ওয়ার্ডের নার্সিং ইনচার্জ শাহিন সুলতানা জানান, রোববার শিশুটিকে ওয়ার্ডে ভর্তি করানো হয়। চিকিৎসক শিশুটির ফাইল দেখে বাবা মায়ের সঙ্গে আলাপ করতে চাইলে নার্স এসে দেখেন বাবা মা উধাও। পরে তাদের আর খোঁজ মিলেনি। চিকিৎসকদের ধারণা, শিশুটির হাত ও পায়ের সমস্যা থাকায় তাকে ফেলে রেখে পালিয়ে গেছে বাবা-মা। চমেক হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের প্রধান ডা. আব্দুল্লাহ আল ফারুক বলেন, শিশুটির ক্লাবফুট (মুগুর পা) জটিলতা ছিল। চিকিৎসা করলে এ রোগ ভালো হয়। শিশুটির বাবা-মা পালিয়ে যাওয়ায় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। শিশুটির চিকিৎসা চলছে। সমাজ সেবা অধিদফতরের সদস্যরা খোঁজ খবর রাখছেন। চিকিৎসা শেষ হলে শিশুটির ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ