পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বাস্থ্য অধিদফতর আশঙ্কা করেছিল সংক্রমণের এ ঊর্ধ্বগতি এভাবে চলতে থাকলে হাসপাতালের শয্যা খালি থাকবে না, ফাঁকা পাওয়া যাবে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। সে আশঙ্কাকেই সত্যি করে দিনকে দিন কমে আসছে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হাসপাতালগুলোতে আইসিইউর সংখ্যা। গত রোববার (১৮ জুলাই) ৫৭টি আইসিইউ ফাঁকা ছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে এখন মাত্র ৪৮টি আইসিইউ ফাঁকা রয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে।
গতকাল করোনাতে মারা গেছেন ২৩১ জন। আর মৃত্যুর এই নতুন রেকর্ডের দিনে দৈনিক শনাক্ত ফের ১৩ হাজার ছাড়িয়েছে। প্রতিদিন গ্রাম থেকে রোগীরা চিকিৎসার জন্য ঢাকায় আসছেন। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড ১৬ হাসপাতালগুলোর মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা হলেও সেখানে তাদের জন্য আইসিইউ নেই। বাকি ১৩ হাসপাতালের মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ৬ বেড়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেডের সবগুলোতে রোগী ভর্তি।
অন্যদিকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেডের মধ্যে মাত্র একটি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ হাসপাতালের ৩টি, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের ৮ বেডের মধ্যে একটি, টিবি হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১২টি, জাতীয় বক্ষব্যাধী ইন্সটিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে ৪টি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে একটি আর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের ২১৫ বেডের মধ্যে মাত্র ২৫টি ফাঁকা রয়েছে।
রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড ১৬ হাসপাতালের ৩৯৩টি আইসিইউ বেডের মধ্যে মাত্র ৪৮টি বেড এই মুহূর্তে ফাঁকা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।