রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাজিতপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদটি ভেঙে উক্ত স্থানে সরকার ঘোষিত মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করে গত ৬ অক্টোবর ২০১৯ সালে। স্থানীয় এমপি আলহাজ মো. আফজাল হোসেন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে মডেল মসজিদটি নির্মাণ কাজ পান ‘প্রকল্প বাস্তবায়ন লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের কার্যাদেশ দেয়া হয় ১৫ এপ্রিল ২০১৯ তারিখে। ১৫ মাসের ভেতর মডেল মসজিদ নির্মাণ কাজ শেষ করার কথা। কিন্তু ইতোমধ্যে দুই বছর পার হয়ে গেলেও মসজিদটি দৃশ্যমান হয়নি।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী ইমরান জানান, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ার কারণে কাজটি বন্ধ রয়েছে। বরাদ্দ পেলে আবার কাজ শুরু করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ‘প্রকল্প বাস্তবায়ন লিমিটেড’ কিশোরগঞ্জ জেলায় আরও ৪টি মডেল মসজিদ নির্মাণের কাজ পান। কিশোরগঞ্জ সদর, কটিয়াদি, তাড়াইল ও করিমগঞ্জ। বাজিতপুর ছাড়া বাকিগুলোর কাজ প্রায় শেষের দিকে।
এ ব্যাপারে গণপূর্ত বিভাগের কিশোরগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. বাহাদুর আলী ইনকিলাবকে জানান, একই কথা, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকার কারণে বাজিতপরের কাজটি করা যাচ্ছে না। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বিষয়ে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলি) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন এই প্রতিনিধিকে জানিয়েছেন, তিনি ঠিকাদারের সঙ্গে কথা বলেছেন, তাকেও একই কথা বলছেন। তিনি আবারও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলবো ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ও বলবো যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের কাজ সমাপ্ত করার জন্য। প্রয়োজনে মন্ত্রনালয়েও কথা বলবেন তিনি। এদিকে প্রায় ষাট বছর আগে নির্মিত বাজিতপুর বাজার জামে মসজিদটি ভেঙে ফেলার কারণে মুসল্লীদের নামাজ আদায় করতে অনেক অসুবিধা হচ্ছে। কোন কোন মুসল্লী দাবি করেন, ইচ্ছে করলে আরও পরে পুরাতন মসজিদটি ভাঙতে পারতো। পুরাতন মসজিদটি ভাঙতে প্রায় তিন মাস সময় লেগেছে। পুরাতন মসজিদের মালামাল বিক্রি করা হয় ৬ লাখ ৬০ হাজার টাকা। মসজিদ ভিত্তিক একটি মাদরাসাও আছে যার ছাত্র সংখ্যা ১০৫ জন। মসজিদ ভাঙার ফলে শিক্ষার্থীদেরও অনেক অসুবিধা হচ্ছে। এলাকাবাসীর দাবি যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের কাজ সমাপ্ত করার জন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।