রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভুলবশত ইঁদুর মারা কীটনাশক ট্যাবলেট খেয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের দ. অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম শাকিল হাসান (১৩)। সে ওই গ্রামের জমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করার কারণে নিয়মিতভাবে ওষুধ সেবন করতো শাকিল। গত শনিবার রাতে খাবার শেষে নিজের ওষুধ না খেয়ে ভুলবশত একই স্থানে রাখা কীটনাশক ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ে সে। একপর্যায়ে তীব্র যন্ত্রণা শুরু হলে এবং মুখ দিয়ে ফেনা আসতে থাকলে কীটনাশক খাওয়ার বিষয়টি বুঝতে পারে পরিবারের লোকজন। এ অবস্থায় রাত গভীর হওয়ায় যানবাহন জোগাড় করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।