Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হান্নান শাহ্’র স্ত্রীর দাফন সম্পন্ন

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আ. স. ম. হান্নান শাহ্’র সহধর্মিণী সৈয়দা ফারুখ সুলতানার (নাহিদ হান্নান) ৩য় জানাজা শেষে পারিবারিক কবররস্থানে স্বামীর কবরের পাশে গত শনিবার সন্ধ্যায় দাফন করা হয়েছে।
এরআগে তিনি ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই পুত্র, এক কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শনিবার সকালে ঢাকার ডিওএইচএস এর বাসার পাশে জামে মসজিদে প্রথম দফা, বাদ আছর কাপাসিয়ার ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দফা এবং নিজ বাড়ি আঙিনায় তৃতীয় জানাজা নামাজ সম্পন্ন হয়। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, মুসল্লি ও স্বজনরা শরিক হন। উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের পরিচালনায় জানাজার আনুষ্ঠানিকতায় উপস্থিত মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থণা করেন মরহুমার কনিষ্ঠ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। এর আগে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাড. মো. আমানত হোসেন খান, সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির প্রবীন নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা, ময়মনসিংহের ফুলপুর আসনের সাবেক এমপি অ্যাড. আবুল বাশার আকন্দ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ