বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন। কোরবানীর পশুর হাটে এবং ঈদে চামড়া ব্যবসায় বিপুল অংকের টাকা লেনদেন হবে। এ প্রেক্ষাপটে আইন-শৃংখলা বাহিনীকে কঠোর নিরাপত্তাবলয় তৈরী করা, ঈদের আগে-পরে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঈদের ছুটিতে বিভিন্ন মার্কেট ও অফিস আদালত বন্ধ থাকবে বিধায় এই সময়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখা এবং ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌ-পথে পর্যাপ্ত হাইওয়ে, রেলওয়ে পুলিশ এবং কোস্টগার্ড নিয়োজিত রাখার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তবে জরুরী প্রয়োজন ছাড়া এলাকা ত্যাগ না করতে তিনি ব্যবসায়ীসহ সাধারণ জনগণের প্রতি অনুরোধ করেন। করোনা নিয়ন্ত্রণে ঈদ জামাত ও কোরবানীতে স্বাস্থ্য বিধি মেনে চলা, নির্দিষ্ট জায়গায় পশুর বর্জ্য ফেলা এবং সুষ্ঠু পরিবেশ রক্ষায় পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান। একই সাথে চেম্বার সভাপতি মাহবুবুল আলম কোরবানী উপলক্ষে চেম্বার সদস্য, ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।