Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় গণপরিবহণ মানছে না আসন বিধি অথচ বাড়তি ভাড়া গুনছেন যাত্রীরা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:২৭ পিএম

খুলনা থেকে দূরপাল্লার ও স্বল্পপাল্লার গণপরিবহণ গুলো করোনার বিধিনিষেধ কিছুই মানছে না। তারা করোনার অজুহাতে যাত্রীদের কাছ থেকে ৬০ শতাংশ ভাড়া নিচ্ছে। কিন্তু আসন খালি না রেখে যাত্রীবোঝাই করেই চলাচল করছে। এরফলে করোনার ঝুঁকি আরো বেড়ে যাচ্ছে।

সূত্র জানায়, করোনায় দীর্ঘদিন গণপরিবণ বন্ধ ছিল। ক্ষতি পুষিয়ে নিতে অর্ধেক যাত্রী বহন করবে বিনিময়ে ৬০ শতাংশ ভাড়া বেশি নেবে-এমন সিদ্ধান্তে গত সপ্তাহ থেকে রাস্তায় নামে বাস ও মিনিবাস। খুলনা থেকে বিভাগের ১০ জেলা ও এর বাইরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়।
তবে দেখা গেছে শর্ত না মেনে গণপরিবহণ গুলো শুধু সিট ক্যাপাসিটি নয়, তার বাইরেও যাত্রী বহন করছে।

খুলনা থেকে যশোর ও কুষ্টিয়ায় চলাচলকারী গড়াই পরিবহণে শনিবার দুপুরে দেখা গেছে খুলনা -যশোর রুটে ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে ১৪০ টাকা রাখা হচ্ছে। কিন্তু অর্ধেক নয়, বহন ক্ষমতার বাইরে দাঁড় করিয়েও যাত্রী নেয়া হচ্ছে। একই রূটে চলাচলকারী রূপসা পরিবহণের ব্যানারে চলা বাস গুলোরও একই অবস্থা। রাতে দূরপাল্লার বাসগুলোর বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছেন সাধারণ যাত্রীরা।

এ বিষয়ে খুলনার পরিবহণ মালিক সমিতির নেতা শেখ হুমায়ুন কবীর বলেন, নিয়ম মেনেই যাত্রী বহণ করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে হয়তো ২/১ জন বেশি যাত্রী নিয়ে থাকতে পারে। অভিযোগ পেলে সমিতি ব্যাবস্থা নেবে।



 

Show all comments
  • JASHIM AHAMED ১৮ জুলাই, ২০২১, ১২:৫২ পিএম says : 0
    এর আগেও খুলনার বাসগুলো এ রকমই করেছে। এটা অন্যায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ