Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মকর্তা-কর্মচারীরা ভ্যাকসিন না নিলে ব্যবস্থা

সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:০১ এএম

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের করোনা ভ্যাকসিন গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে। গত শুক্রবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জনারেল মো. আলী আকবরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের যেসব কর্মকর্তা ও কর্মচারী এখনও কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের নিবন্ধন সম্পন্ন করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের সব কর্মকর্তা ও কর্মচারীর ভ্যাকসিন গ্রহণ সম্পর্কিত টিকা কার্ড বা সনদ আগামি ১ আগস্ট হতে ৮ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শাখার সুপারিন্টেনডেন্ট এবং বেঞ্চ অফিসারের মাধ্যমে সহকারী রেজিস্ট্রার (প্রশাসন)র দফতরে পাঠাবেন। এ সময়ের মধ্যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া ভ্যাকসিন গ্রহণ না করলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিম কোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ