Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নয়াপল্টনে ছাত্রদলের উল্লাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:০১ এএম

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে রাজধানীতে মিছিল ও শোডাউন করেছে ছাত্রদল। চারটি কমিটি গঠনের পর ছাত্রদলের নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেছে।
গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই ঘণ্টা শোডাউন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। বেলা ১১টার মধ্যে নেতাকর্মীর সমাবেশ হয়। পরে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সেøাগান দিতে থাকেন। এরপর দুপুর ১২টার ঠিক কয়েক মিনিট আগেই ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে ফকিরাপুলের দিকে চলে যান। এ সময় সড়কের একদিকে পুলিশ যানচলাচল বন্ধ করে দেয়। ছাত্রদলের এ কর্মসূচিতে নেতাকর্মীর উপস্থিতির কারণে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ভিক্টোরিয়া হোটেলের সামনে লাইন ধরে অবস্থান নেয় পুলিশ। ছাত্রদলের নেতাকর্মীরা চলে যাওয়ার পরপরই দুপুর ১২টা পর পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে যেসব কর্মীরা দাঁড়িয়েছিলেন তাদের চলে যেতে বলে। কর্মসূচিতে ছাত্রদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা ছাড়াও সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ১৪ জুলাই ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের দুই সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মহানগর দক্ষিণের আহ্বায়ক হয়েছেন শাহ আলম (পাভেল শিকদার) ও সদস্য সচিব নিয়াজ মাহমুদ (নিলয়), উত্তরে আহ্বায়ক জসিম শিকদার রানা ও সদস্য সচিব রুহুল আমিন সোহেল, পূর্বের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি ও সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন এবং পশ্চিমে আহ্বায়ক মহসিন সিদ্দিকী রনি ও সদস্য সচিব হয়েছেন আশরাফুল হোসেন মামুন।
গত ১৫ জুলাই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। চার ইউনিটের আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে লন্ডনে অবস্থানরত ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি এ পরিচিতি সভা হয়। পরে সেদিনও তারা গুলশান এলাকায় শোডাউন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রদল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ