Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে অক্সিজেন ব্যাংক উদ্বোধন

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

বাগেরহাট সরকারি পিসি কলেজের প্রাক্তন শিক্ষার্থী সংঘ কলেজিয়ানস এ্যালামনি এসোসিয়েশনের উদ্যোগে করোনা রোগীদের জন্য অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.) মাজার মোড়ে একটি অভিযাত হোটেলে প্রধান অতিথি থেকে ফিতা কেটে এই অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন, বিএমএ‘র বাগেরহাট জেলা শাখার সভাপতি ডা. মোশারফ হোসেন।
সরকারি পিসি কলেজিয়ানস এ্যালামনি এসোসিয়েশনের সভাপতি বেগ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শেখ জিল্লুর রহমান, মো. রবিউল ইসলাম, শেখ মোহাম্মদ রাসেল, তরফদার রবিউল ইসলাম, গোলাম কিবরিয়া রাহাদ প্রমুখ।
বক্তারা বলেন, এই সংকটময় সময়ে করোনা রোগীদের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নিয়েছে সরকারি পিসি কলেজিয়ানস এ্যালামনি এসোসিয়েশন। এটি একটি মহতি উদ্যোগ।
গরিব ও অসহায় রোগীদের সেবা দিতে প্রাথমিকভাবে দশটি সিলিন্ডার নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে সিলিন্ডারের পরিমাণ আরো বাড়ানো হবে বলে জানান আয়োজকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ