Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে জজের টাকা নিয়ে পালাল গাড়িচালক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ৯:২০ পিএম

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী জজ তাহমিনা আক্তার তমা’র বাড়ি ভাড়া, ইউটিলিটি বিল, বিদ্যুৎ বিল ও পেট্রোল পাম্পের বিল পরিশোধ না করে সেই টাকা নিয়ে তার ব্যক্তিগত গাড়ির চালক জাহাঙ্গীর হোসেন পালিয়ে গেছেন।

এ ঘটনায় জেলা জজ আদালতের অফিস সহকারী আনোয়ার হোসেন বাদী হয়ে গতদ বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়, সিনিয়র সহকারী জজ তাহমিনা আক্তার তমা ফতুল্লার ভূইগড় এলাকায় রূপায়ন টাউনে একটি ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করেন।
তার ফ্ল্যাটের বিল পরিশোধের জন্য ১৩ জুলাই সন্ধ্যায় ব্যক্তিগত গাড়িচালক জাহাঙ্গীরের কাছে ৩০ হাজার টাকা দেয়া হয়। কিন্তু সে বিল পরিশোধ না করে পালিয়ে গ্রামের বাড়ি চলে যায়। জাহাঙ্গীর নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ডিমা গ্রামের মজিবুর রহমান ও আনোয়ারা বিবির ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।



 

Show all comments
  • মো রহমান ১৬ জুলাই, ২০২১, ৯:৪২ পিএম says : 0
    সম্ভবত বেতনের টাকা নিয়ে গন্ডগোল হয়েছে। করোনা, লকডাউন, ঈদ বাড়ি যাবে...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ