Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে খুলনায় ভারপ্রাপ্ত মেয়রের মানবিক সহায়তা বিতরণ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ৫:২১ পিএম

খুলনায় পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে আজ শুক্রবার দুপুরে সিটি করপোরেশন এলাকার ৭ টি ওয়ার্ডের অসহায়, দুস্থ ও নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ হতে দেয়া মানবিক এ সহায়তার মধ্যে ছিল জনপ্রতি সাত কেজি চাল এবং সবজি ক্রয়ের জন্য নগদ অর্থ।

খুলনা মহানগরীর মহেশ্বরপাশা জাতীয় তরুণ সংঘ চত্ত্বরে ১ নম্বর ওয়ার্ডের ৪২৮ জন অসহায় ও দুস্থর মাঝে কেসিসি’র প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণে বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তাঁরা নগরীর ৩, ৪, ১১, ১৪, ৯ ও ২৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে চারশত ২৮ জন হিসেবে মোট দুই হাজার পাঁচশত ৬৮ জন অসহায় ও দুস্থর মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা ও অর্থ বিতরণ করেন। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ