Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাহাদুরের দাম হাঁকা হয়েছে ২০ লাখ টাকা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ৫:০৮ পিএম

তার নাম বাহাদুর। আজ তার বয়স ৩ বছর ২২ দিন। উচ্চতা সাড়ে ৬ ফুটেরও বেশি, দৈর্ঘ্য প্রায় ১১ ফুট ও ওজন ৩৫ মনের কিছু বেশী। চালচলনে রাজকীয় ভাব। মেজাজ সবসময় খারাপ তার। বাহাদুরের দাম ৯ লাখ টাকা উঠেছে, মালিক চাইছেন ২০ লাখ। বাহাদুরের নাম ছড়িয়ে পড়েছে সব জায়গায়। খুলনার পাইকগাছা উপজেলার আঠারো মাইল প্রধান সড়কের পাশে বাহাদুরের মালিকের বাড়ি। প্রতিদিন অসংখ্য লোক আসছেন বাহাদুরকে দেখতে। বিভিন্ন রকমের দাম বলছেন।

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইনিয়নের রামনাথপুর গ্রামের শেখ সাদেকুজ্জামানের শখের বসে পুষেছিলেন বাহাদুরকে । তিনি জানাান, বাড়িতে অস্ট্রেলিয়ান জাতের একটি গাভী পোষেন। গাভীটির নাম রাখেন রানী। রানীর প্রথম বাচ্চা এই বাহাদুর। বাহাদুরের জন্মের সময়ই ওজন ছিল ৪২ কেজি। দেখতে নাদুস নুদুস হওয়ায় তার নাম রাখা হয় বাহাদুর। এখন বাহাদুরের প্রতিদিন সাতশ টাকার খাবার লাগে। দিনে ৩ বার গোসল করানো হয় ও গোয়ালঘরে সার্বক্ষনিক ফ্যানের বাবস্থা আছে। বাহাদুরকে গোয়াল ঘর থেকে বের করা হয় না। কারন বাহাদুরের উচ্চতা ও তার বড় আকারের কারনে গোয়ালঘরের দরজা দিয়ে এখন বের হতে পারে না। তাকে বের করতে হলে ঘরের দরজা ভাঙ্গতে হবে। বাহাদুর মালিক ছাড়া অন্য কেউ কাছে বা গায়ে হাত দিলে ক্ষেপে যায়। মালিকের কথা যেন বাহাদুর বুঝতে পারে। মালিক তাকে শোয়া থেকে উঠে দাড়াতে বল্লে বাহাদুর দাড়িয়ে যায়। মালিক ছাড়া অন্য কেউ বাহাদুরের কাছে গেলে তাড়া করে। বাহাদুর এখন খুলনার পাইকগাছার অন্যতম কুরবানির পশু হিসাবে পরিচিতি পেয়েছে। ক্রেতারা প্রতিদিন বাহাদুরকে দেখতে ভিড় করছে। দেশের বড় গরুগুলোর মধ্যে বাহাদুর অন্যতম। তার বয়স ও ওজনের উপর ভিত্তি করে মালিক দাম চাওয়া হচ্ছে ২০ লাখ টাকা। ক্রেতারা ৯ লাখ টাকা দাম বলেছে। ভালো দাম পেলে বিক্রি করা হবে। এলাকাবাসী জানান, বাহাদুরের মত এত বড় গরু আগে তারা দেখেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ