Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণপরিবহণে দুই সিটে যাত্রী নিলেও ভাড়া দ্বিগুণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ১০:৩৫ এএম

রাজধানীতে যাত্রী সংখ্যা গণপরিবহণ খুব কম। আর এই সুযোগে বাসের স্টাফরা বাড়তি ভাড়া আদায় করছে।

কোরবানির ঈদকে সামনে রেখে দেশব্যাপী কঠোর লকডাউন শিথিল করেছে সরকার। গণপরিবহন ছেড়ে দেয়া হলেও যথাযথ স্বাস্থ্যবিধি রক্ষা ও দুই সিটে একজন যাত্রী নেয়ার বাধ্যবাধকতা দেয়া হয়েছে।

তবে বৃহস্পতিবার লকডাউন শিথিলের প্রথম দিনেই রাজধানীর উপকণ্ঠ সাভারের অধিকাংশ বাস কাউন্টারে এসব বিধিনিষেধ মানতে দেখা যায়নি। দুই সিটেই যাত্রী নেয়ার পাশাপাশি সবার কাছ থেকে ভাড়াও আদায় করা হচ্ছে দ্বিগুণ।

এক বাসের টিকিট কাটলেও অন্য বাসের তুলে দেয়ার ঘটনাও ঘটেছে। বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয়েছে, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা।

তবে পরিবহন শ্রমিকদের দাবি, উপচে পড়া ভিড় সামাল দিতেই অতিরিক্ত যাত্রী নিচ্ছেন তারা। আর যাত্রী নামার পর খালি বাস ফেরত আসবে, এ জন্য সবার কাছ থেকে ডাবল সিটের ভাড়া নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মধ্য রাত ও শুক্রবার সকালেও রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারগুলোতে ঈদে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। দুই সিটেই যাত্রী পরিবহনের পাশাপাশি কাউন্টারগুলোতেও যাত্রীদের গাদাগাদি করে বসে থাকতে দেখা যায়। বাস দেখলেই দলবেঁধে যাত্রীরা উঠে পড়ায় উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি।



 

Show all comments
  • Mesbah Uddin Ahmed ১৬ জুলাই, ২০২১, ২:৪৫ পিএম says : 0
    কেই দেশকে অবৈধ ভাবে দখল করে আছে। আবার কেহই অবৈধ ভাবে কিছু বাড়তি আদায় করিতেছে। সমস্যা কোথায়?
    Total Reply(0) Reply
  • Mesbah Uddin Ahmed ১৬ জুলাই, ২০২১, ৩:৩২ পিএম says : 0
    কেই দেশকে অবৈধ ভাবে দখল করে আছে। আবার কেহই অবৈধ ভাবে কিছু বাড়তি আদায় করিতেছে। সমস্যা কোথায়?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপরিবহণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ