বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনার চাটমোহর ও ভাঙ্গুরা রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
মঙ্গলবার দুপুরে লাশ দুইটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার পাবনার ভাঙ্গুরা উপজেলার শরৎনগর রেল ষ্টেশনের পাশে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। একই ভাবে চাটমোহর উপজেলার গুয়াখড়া রেল ষ্টেশনের পাশে আরও একটি লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন।
ভাঙ্গুরা ও চাটমোহর থানা পুলিশ জানায়, দুইটি স্থানই সিরাজগঞ্জ রেলওয়ে থানার অন্তর্ভুক্ত হওয়ায় সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে নিয়ে যায়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল সাংবাদিকদের জানান, কোন ট্রেনের ছাদ থেকে পরে তাদের মৃত্যু হয়েছে অথবা কে বা কারা তাদের হত্যা করে লাশ দুইটি ওই স্থানে ফেলে রেখে যায়। জিআরপি পুলিশ নিশ্চিত হতে পারেনি, কোন ট্রেনের ছাদ থেকে ওই দুই ব্যক্তি পড়ে মারা গেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।
স্থানীয় সূত্র বলছে, ট্রেনের ছাদ থেকে পড়ে তাদের মৃত্যু হলে ষ্টেশনে থাকা লোকজন জানতে পারত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।