Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘ হচ্ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

জেলা-উপজেলায় করোনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ১২:০০ এএম

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। মফস্বল কিংবা শহর সবখানেই করোনার বিস্তার ছড়াচ্ছে ভয়াবহ মাত্রায়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, করোনায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৬৮ জন। সংক্রমণ শনাক্তের হার ৩১ দশমিক ৭২ শতাংশ।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা াইরাস শনাক্ত হয়েছে ১২৬৯ জনের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ ছিল। বাকিদের মধ্যে ১২ জন উপসর্গ নিয়ে এবং ২ জন মারা যান।

খুলনা ব্যুরো জানায়, খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। এ সময় বিভাগে ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৯ জনের।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে খুলনায় জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন; ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ৪ জন করে; মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে এবং বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরায় ১ জন করে মারা গেছেন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৮ জনের। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯২ জন। গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ২৯৮ জন। নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৪৩ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯৪ জন। কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ২৭৩ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩১ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৮৫ জন।

খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ১৯ জন মারা গেছেন। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ময়মনসিংহ ব্যুরো জানায়, ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বরিশাল ব্যুরো জানায়, ২৪ ঘন্টায় পিরোজপুরে আরো ৩ জনের মৃত্যু ছাড়াও দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ২ হাজার ৩৭১ জনের নমুনা পরীক্ষা ৫০০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে ৩০৩ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পটুয়াখালীতে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৯ জনের দেহে। পিরোজপুরে ২৪৮ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

নোয়াখালী ব্যুরো জানায়, সেনবাগ উপজেলয় করোনা উপসর্গ নিয়ে মো.জিয়াউল হক জিয়া (৬১) নামে এক আ.লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ছিলেন।
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় আরও ১৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩৩৬ জন।

সিলেট ব্যুরো জানায়, গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে প্রায় সাড়ে পাঁচশজনের শরীরে। সেই সাথে মারা গেছেন ৩ জন।
স্টাফ রিপোর্টার রংপুর থেকে জানান, রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১১ জন।

স্টাফ রির্পোটার কুষ্টিয়া থেকে জানান,
করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৮৯৪টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার (১৫ জুলাই) টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ২৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় নতুন করে ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তে ৪ জন ও উপসর্গে ২জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুর জেলা সংবাদাতা জানান, ফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরও ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। দুই দিনে মোট মারা গেছে ২৩ জন।

নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁ জেলায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। ৪৮৬ জনের নমুনা পরীক্ষা করে এই ৮৫ ব্যাক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরে গত ২৪ ঘন্টায় নাটোর সদর হাসপাতালে ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাতে মোট মৃত্যু ৯২ জন।
নীলফামারী সংবাদদাতা জানান, নীলফামারীতে করোনা এক বৃদ্ধা ও করোনা উপসর্গে এক প্রবীন আইনজীবীসহ ২জনের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ