Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বস্তি থেকে একে-২২ রাইফেলসহ অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর আইস ফ্যাক্টরি রোডে রেলওয়ের বাস্তুহারা কলোনি বস্তি থেকে একটি একে-২২ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই বস্তিতে অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান মাদকের আখড়া হিসেবে পরিচিত এই বস্তি আগে থেকেই র‌্যাবের নজরদারিতে ছিল। অভিযানে সেখান থেকে একটি একে-২২ রাইফেল, একটি বন্দুক, দুটি ম্যাগাজিন, ১৬টি রকেট ফ্লেয়ার ও চারটি রাম দা পাওয়া গেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে র‌্যাব। তিনি জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে ওই বস্তির দুটি ঘরের লোকজন পালিয়ে যায়। ওই এলাকার একটি সরু রাস্তা ও ড্রেনের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।এসব অস্ত্রের সাথে কোন জঙ্গি গোষ্ঠীর যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ