Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে আইস ইয়াবাসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

নগরীতে আবারও ভয়ঙ্কর মাদক আইস ধরা পড়েছে। মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে কোতোয়ালী থানার ব্রিজঘাট থেকে ৮০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও পাঁচ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে গ্রেফতার ওই তিনজন হলেন- মো. জালাল আহাম্মদ (৪৩), মো. ফারুক (৩০) ও মো. তালাল (৩৫)। এ সময় মো. জালাল আহাম্মদের কাছ থেকে পলিব্যাগে মেথামফিটামিন উপাদানযুক্ত দানাদার মাদকদ্রব্য, আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আট লাখ টাকা।

ফারুক ও তালালের কাছে পাওয়া যায় পাঁচ হাজার ইয়াবা। এর আগে সোমবার রাতে একই এলাকায় র‌্যাবের অভিযানে এককেজি ওজনের আইস উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় তিনজনকে। র‌্যাব-পুলিশের কর্মকর্তারা জানান, মিয়ানমার থেকে সীমান্ত হয়ে দেশে আসছে এই ভয়ানক মাদক।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ